পাঁচদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক চন্দ্র জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি থাকায় দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিল । আজ সকাল থেকে তা শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ১২৭ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো কর্মকর্তা কামরুজ্জামান জানান, পাঁচদিন বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে। তবে ভারতে রপ্তানির অপেক্ষায় বেনাপোল বন্দর এলাকায় কয়েক শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।