নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
নীলফামারীতে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়ন পরিষদের কাছে কাছারী বাজার নামক স্থানে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার সোনারায় সংগলশী জয়চণ্ডী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে নাসিমা আক্তার (৩০) এবং একই উপজেলার কিসামত চড়াইখোলা গ্রামের বাবুদ্দি মামুদের মেয়ে কেয়া আক্তার ফাতেমা। তাঁরা দুজনেই জেলার উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত ৮টার দিকে কাজ শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিন পোশাক শ্রমিক। কাছারী বাজার নামক স্থানে আসামাত্র সৈয়দপুরগামী একটি মালবাহী ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দিলে তিন পোশাক শ্রমিক ও ভ্যানচালক ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। ভ্যানচালক ও আরেক পোশাক শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।