জামালপুরের ৩ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী
জামালপুরের তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আজ রোববার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও জামালপুর পৌরসভার একটি কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী।
আজ সকাল ৮টা থেকে জামালপুর পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা ও ইসলামপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও দুপুরের দিকে জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ফাইল কেবিনেট প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী শাহারিয়ার আলম ইদু ও উট পাখি প্রতীকের মুজিবুল ইসলাম দিলীপের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার আহ্বান জানায় অপর পক্ষ। ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের সমর্থকরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভোট কারচুপির অভিযোগ এনে দুপুরে দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান।
সন্ধ্যায় শহরের মির্জা আজম মিলনায়তন থেকে পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা। জামালপুর পৌরসভায় আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী মো. ছানুয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ১৫৬ ভোট এবং ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০১ ভোট।
এ ছাড়াও ইসলামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল কাদের সেক নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করিম ঢালী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৫১ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস. এম. জাহাঙ্গীর আলম জগ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৪ ভোট ও ইসলামী আন্দোলনের আনিছুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৭ ভোট।
মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল গফুর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬৪ ভোট এবং জাতীয় পার্টির জাহিদ হাসান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৭ ভোট।
ইসলামপুরের রিটার্নিং কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম ও মাদারগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন।