জামালপুরে করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০
জামালপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জন। যা একদিনে জামালপুরে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।
আজ বুধবার জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩১১টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭২ শতাংশ।
মৃতদের মধ্যে একজন সরিষাবাড়ী উপজেলায় নিজ বাসায় এবং তিনজনের জামালপুর জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে জেলা মোট ৫৮ জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, জেলায় মোট ২৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় তিন হাজার ২১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৫৬৯ জন।