পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়ে মৌমাছির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির
গাজীপুরের শ্রীপুরে মৌমাছির হুলে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়ে তিনি মৌমাছির আক্রমণের শিকার হন। মৃত ব্যক্তির নাম গোপাল চন্দ্র কোচ (৫২)। তিনি শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মৃত গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রকৌশলী কাজী মিজানুর রহমানসহ এলাকাবাসী জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জঙ্গলে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিমসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে যান গোপাল। এ সময় মৌমাছির হামলার কবলে পড়েন তিনি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, মৌমাছিরা হুল ফুটালে সেই বিষে গোপাল চন্দ্র কোচের মৃত্যু হয়েছে। তাঁকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।