জামালপুরে বিদ্রোহী মেয়র পদপ্রার্থী যাঁরা
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র শেখ নূরুন্নবী অপু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ শাহেনশাহ।
ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী খালেদ মোশাররফের ছেলে সাজেদ মোশাররফ সেবক ও প্রভাষক খলিলুর রহমান। এই পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র শেখ আবদুল কাদের।
সরিষাবাড়ি পৌরসভায় সাবেক ছাত্রদল নেতা শহিদুল্লাহ তৃণমূল বিএনপি নামে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন।
এ ছাড়া সরিষাবাড়ি পৌরসভায় রুহুল আমিন সেলিম, রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় জাসদের (ইনু) গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।