জামালপুরে ৬ পৌরসভায় ২৩ মেয়র পদপ্রার্থী
জামালপুরের ৬টি পৌরসভার মেয়র পদে ২৩ জন এবং ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০৬ জন ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর হিসেবে ৭৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যাঁরা
জামালপুর পৌরসভা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা।
মেলান্দহ পৌরসভা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক জাহেদী রবিন, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাজি দিদার পাশা।
মাদারগঞ্জ পৌরসভা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জ গোলাম কিবরিয়া কবির, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন।
সরিষাবাড়ী পৌরসভা
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রোকনুজ্জামান রোকন, বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ শহিদ, জাতীয় পার্টির এনামুল হক জোয়ার্দ্দার, জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, স্বতন্ত্র হিসেবে রফিকুল ইসলাম, রুহুল আমিন সেলিম ও অ্যাডভোকেট শহিদুল্লাহ।
ইসলামপুর পৌরসভা
আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাদের শেখ, বিএনপি সমর্থিত রেজাউল করিম ঢালী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদ মোশাররফ সেবক, প্রভাষক খলিলুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খোরশেদ আলম।
দেওয়ানগঞ্জ পৌরসভা
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহ্, বিএনপি সমর্থিত প্রার্থী এ কে এম মুসা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবী অপু।
এ ছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৯৭ জন, সরিষাবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৯ জন, ইসলামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন, দেওয়ানগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন, মাদারগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন, মেলান্দহ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ডে ২৩ জন, সরিষাবাড়ী পৌরসভার ৩টি ওয়ার্ডে ১২ জন, ইসলামপুর পৌরসভার ৩টি ওয়ার্ডে ১১ জন, দেওয়ানগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ১০ জন, মাদারগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ১২ জন, মেলান্দহ পৌরসভার ৩টি ওয়ার্ডে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।