জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
জামালপুর সদর উপজেলার কেজাই কান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ও তার ছেলে এনায়েত (১০)।
জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক টিপু সুলতান জানান, কাঠমিস্ত্রি রুবেল মিয়া প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবাকে ধরতে গিয়ে তার শিশু ছেলে এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।