নওগাঁয় মাদকসহ গ্রেপ্তার ৪
নওগাঁয় পৃথক অভিযানে দেড় কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, তাঁরা চারজনই মাদক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার জেলার বদলগাছী, ধামইরহাট ও সদর উপজেলায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বদলগাছী উপজেলার কুশারমুড়ী উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম ভুট্টু (৪৫) ও একই উপজেলার ভরেট্ট কাজীপাড়া গ্রামের আল আমিন (২১), ধামইরহাট উপজেলার দূর্গাপুর গ্রামের জিল্লুর রহমান (৪৫) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার নামাপাতা গ্রামের ফিরোজ মামুন (৩৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিনের নেতৃত্বে ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কুশারমুড়ী বিল মফর মেম্বারের দিঘীর সামনে অভিযান চালায়। এ সময় সাইদুল ইসলাম ভুট্টু ও তার সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
অপরদিকে, একই সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশর উপপরিদর্শক (এসআই) মহসিন আলীসহ সঙ্গীয় ফোর্স ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক ব্যবসায়ী জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিক, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাট্রা সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ মামুনকে গ্রেপ্তার করে। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তিনশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বলেন, ‘জেলার বিভিন্নস্থান থেকে পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি থানায় মামলা করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে। গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’