উন্নয়নের ছোঁয়া সবখানে পৌঁছে গেছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে। এ সময় উন্নয়নের ছোঁয়া সবখানে পৌঁছে গেছে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর উপজেলার স্থায়ী মঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার জন্য যতো রকম প্রণোদনা দেওয়ার দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তার সবকিছু দিয়ে যাচ্ছে।’
শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ সমাজ উন্নয়নের অন্তরায়। এটা থেকে দূরে থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষককে প্রণোদনা দিচ্ছে। সারের অভাব নেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। এর ফলে আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশে খাদ্যের অভাব নেই। কৃষক প্রণোদনা নিয়ে যদি কৃষি কাজে তা ব্যবহার না করে তবে সেটা হবে রাষ্ট্রীয় অপচয়।’
উৎপাদন কম হলে বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রকৃত প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে। সেটা করতে না পারলে উৎপাদন বাড়ানো কঠিন হয়ে যাবে।’
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা অনুদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার চেক বিতরণ এবং ২৪ জন দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে মন্ত্রী পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক নিয়ামতপুর শাখার দ্বিতল ভবনের উদ্বোধন করেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসেন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তব্য দেন।