এইচএসসি পাসে নিয়োগ দেবে রকমারি ডটকম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডটকম। টিম মেম্বার (কাস্টমার কেয়ার/ টেলিসেলস) পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
টিম মেম্বার (কাস্টমার কেয়ার/ টেলিসেলস)
যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইংরেজী ও বাংলাতে উত্তম টাইপের গতি থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা (মতিঝিল)
বেতন
৭০০০ – ৭৫০০/- ( মাসিক )
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
৬ ডিসেম্বর,২০২১
সূত্র : বিডিজবস