ঢাকা, নিউইয়র্কে বাড়িভাড়া মওকুফ করলেন প্রবাসী নুরুজ্জামান সরদার

ঢাকা ও নিউইয়র্কের বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে এপ্রিল ও মে মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিক নুরুজ্জামান সরদার।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকারের সাধারণ ছুটি চলাকালে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সেখানেও সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে রমজান মাস ও ঈদকে মাথায় রেখে একই সঙ্গে ঢাকা ও নিউইয়র্কের বাড়ির ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন নুরুজ্জামান।
ঢাকার মোহাম্মদপুরের ‘ঢাকা উদ্যান’ এলাকার ৩ নম্বর রোডের ছয়তলা বাড়ির ভাড়াটিয়া হায়দার আলী এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, একে অপরের সহযোগিতায় এমনভাবে মানবিকতার পরিচয় দিয়ে পাশে দাঁড়ালে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়।
সাততলা বাড়িটিতে ১২টি ফ্ল্যাট রয়েছে। ওইসব ফ্লাটের অন্য ভাড়াটিয়ারা এমন সিদ্ধান্তে নুরুজ্জামান সরদারকে ধন্যবাদ জানান।
এ ছাড়া নিউইয়র্কের জ্যামাইকার বাড়িরও ভাড়াটিয়াদের কাছ থেকে দুই মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন এই প্রবাসী ব্যবসায়ী।
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান সরদার এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাস যাতে আমাদের দেশে না ছড়াতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ সচেতন থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারলে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করতে হবে। এজন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ঢাকার বাড়ি এবং এখানে নিউইয়র্কের জ্যামাইকার ভাড়াটিয়াদের জন্য স্টে হোম সহজ করতে এপ্রিল ও মে দুই মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।’
মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দা ডা. মাকিন উল্লাহ বলেন, ‘করোনাভাইরাসের এই কঠিন সময়ে ঢাকা উদ্যানের বাড়ির মালিক নুরুজ্জামান সরদার ভাই দুই মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্তটি সমাজে ইতিবাচক চিন্তার প্রতিফলন। অন্যান্য বাড়ির মালিকরাও যদি এভাবে এগিয়ে আসেন তাহলে ঘরে থাকা মানুষের কষ্ট লাঘব হবে।’