বিএনপিনেতা আবদুর রহমানকে মক্কা যুবদলের সংবর্ধনা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আবদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে মক্কা প্রাদেশিক যুবদল। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্মরণিকা জাতীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জেদ্দা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক যুবদলের সহসভাপতি তাজুল ইসলাম। মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আবদুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শোয়েব আহমেদ ও মহানগর বিএনপির সদস্য সচিব রওশন জামিল শিপু। উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন মিলন, ফয়জুর রহমান সরকার, শেখ রুবেল আহমেদসহ মক্কা প্রাদেশিক যুবদলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আলহাজ আবদুর রহমান সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়বাদী পরিবারের অভিভাবক, মধ্যপ্রাচ্য জাতীয়তাবাদী পরিবারের প্রিয় সংগঠক ও কর্মীবান্ধব নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে প্রবাসের মাটিতে তথা মধ্যপ্রাচ্যে বিএনপি আজ সুসংগঠিত। আবদুর রহমানকে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আন্তরিক ধন্যবাদ।