রিয়াদে করোনায় মৃত কিরনের জন্য দোয়া মাহফিল

সৌদি আরবের রিয়াদে মহামারি করোনায় মৃত বহুমুখী সংগঠক আবদুস সালাম কিরনের রুহের মাগফিরাত চেয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের কলতান সংগীত একাডেমি পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু মনি মারিয়াম, আবদুল্লাহ ও মরিয়ম আলী। শুরুতে আলোচনা করেন কলতান সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা মমতাজ উল আলম তাজ। ওস্তাদ জামশেদ রানার পরিচালনায় আলোচনা পর্বে সূচনা বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান।
আলোচনায় মরহুমের কর্মময় সফল জীবন নিয়ে বক্তব্য দেন রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন, মেডিনোভা মেডিকেল সেন্টারের এমডি হাফেজ কেফায়েত উল্যাহ, রাজনীতিবিদ হারুনুর রশীদ, মোশতাক মন্ডল, ফয়সাল সিসি টিভির এমডি মো. ফয়সাল, ব্যবসায়ী আবদুল হালিম, শ্যাডোর পরিচালক বিপ্লব দেওয়ান, সালাহউদ্দিন, তানাজ, সমাজসেবী ওয়াজেদ হোসেন, সেবা মেডিকেল সেন্টারের এমডি নুরুল আমিন, ব্যাবসায়ী শেখ বাদল, রবিউল, কিরনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সবাই মরহুম আবদুস সালাম কিরনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে মরহুমের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।