দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেশকে মেধাশূন্য করে ফেলা হয়েছে। প্রতিবেশী দেশ থেকে উচ্চবেতনে মেধা আমদানি করে দেশ চালানো হচ্ছে।’
গত রোববার কুয়ালালামপুরের বুকিতবিনতানে হোটেল সলিলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন এহসানুল হক মিলন। মালয়েশিয়া বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘প্রবাসীদের রক্ত ঘামে ভেজা টাকা সঠিক পথে খরচ না করে দুর্নীতির আখড়া করেছে বাংলাদেশকে, আওয়ামী লীগের নেতাকর্মী আখের গোছাতে অবৈধ পথে বিদেশে টাকা পাচার করে স্থায়ী ভাবে বসবাস করতে বাড়ি গাড়ি কিনছে। বাংলাদেশের জনগণ তোমাদের পালাতে দেবে না, সাপের গর্তে ঢুকলেও বের করে জনতার আদালতে বিচার করা হবে, পালাবার পথ পাবে না।’
বিএনপি নেতা এহসানুল হক মিলন আরো বলেন, ‘বর্তমান সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়।’
মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহবুব আলম শাহ্, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহারাব, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, কে এল সেন্ট্রাল বিএনপির সভাপতি মো. আবুল কাশেম নয়ন।
অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি জাকিরুল আলম, সেলিম ভুঁইয়া ও আব্দুল জলিল লিটন, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, আবদুল্লাহ আল মামুন লিটন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম মানিক, প্রকাশনা সম্পাদক মো. মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জ খাঁ, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ সম্পাদক এম ফরহাদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কায়সার হামিদ হান্নান, আপ্যায়ন সম্পাদক সুলতান সালাহ উদ্দিন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সহ অর্থ সম্পাদক এম এ কালাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার মোস্তাক আহম্মেদ, সম্মানিত সদস্য মজনু মুন্সি, টিপু সুলতান, সাইফুল ইসলাম, আহম্মদ হোসেন সাগর সাংগঠনিক সম্পাদক যুব দল মালয়েশিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সভাপতি কাম্পুং জাওয়া মো. আবু সাঈদ বাবুল, সভাপতি মালাকা মো. আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আকরাম, সহ সভাপতি মো. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক বুকিট বিন্তাং মো. আনোয়ার হোসেন সেলিম, তরুণ নেতা মো. বাদল আহম্মেদ এবং বিএনপি কোতা দামানসারা ও অন্যান্য শাখা, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্যাশন শো, নাচ, গান ও কবিতা আবৃতি করে হল ভর্তি নেতাকর্মীদের বিজয়ের আনন্দে উল্লসিত করে বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়ার কলাকুশলীরা।