ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার পানি বিতরণ করল বাংলাদেশিরা

মিসরের আল-আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এসেছেন।
গত শনিবার (৯ আগস্ট) শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ও ‘এইচএমবিডি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে গাজার প্রায় ২৫০টির বেশি পরিবারের কাছে খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছে।
বর্তমানে মিসর-গাজা সীমান্ত দিয়ে সরাসরি পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানো কঠিন হয়ে পড়েছে। এর ফলে, গাজায় চরম খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। এতে বহু মানুষ, বিশেষ করে শিশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে।
মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালক মো. হাফিজুল ইসলাম সাকিব বলেন, স্বেচ্ছাসেবক দলের কাছে এসব তথ্য পেয়ে সহায়তার উদ্যোগ নেওয়া হয় এবং প্রায় ২৫০টি পরিবারের কাছে খাবার পানি সরবরাহ করা হয়। এ ছাড়াও গাজার আভ্যন্তরীণ সেন্ট্রাল কিচেন থেকে প্রায় প্রতি সপ্তাহে ৩০০-এর অধিক পরিবারের জন্য খাবার সরবরাহের কাজ চলমান রয়েছে।
হাফিজুল ইসলাম সাকিব আরও বলেন, এর আগে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছি। এ ছাড়াও গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাঁবু এবং মসজিদ নির্মাণ করেছি। গাজায় চারটি গৃহহীন পরিবারকে সাময়িক বসবাসের জন্য তাঁবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। আমরা কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি।
ফিলিস্তিনিদের জন্য এই সহযোগিতা চলমান থাকবে বলে জানান মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালক।