মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা করেছে মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন। গত রোববার রাজধানী কুয়ালালামপুরে রসনাবিলাস রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আকতার মিয়ার সভাপতিত্বে সাদেক তপাদার ও ফয়ছল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি হোসাইন আহমেদ বুলবুল, ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক এবাদুর রহমান চৌধুরী প্রমুখ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের মানুষের প্রাণের সংগঠন। সিলেট প্রবাসীসহ সব প্রবাসী বাংলাদেশির কল্যাণে কাজ করার জন্য মালয়েশিয়ায় আমরা তৎপর।’
এ ছাড়া অনুষ্ঠানে নতুন বছরে পুরাতনকে পেছনে ফেলে সব ভেদাভেদ ভুলে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করতে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান বক্তারা।