মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, চাঁদপুর সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, আমরা প্রবাসী যুবসংঘ, বৃহত্তর যশোর সমিতি, দাউদকান্দি-মেঘনা ইয়ুথ কমিউনিটি।
এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় স্থায়ীভাবে একটি শহীদ মিনার স্থাপনের জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন করতে পারব।’
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইংয়ের প্রধান এয়ার কমোডর মো. হুমায়ুন কবির, দূতাবাস প্রধান ওয়াহিদা আহমেদ, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিনসহ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-শিক্ষক, শ্রমিক ও ব্যবসায়ীরা।