মালয়েশিয়ায় অমর একুশে পালন বাংলাদেশি গবেষকদের

যথাযথ মর্যাদা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মালয়েশিয়ার মালায়া ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষকরা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মালায়া ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশি পিএইচডি গবেষক শিক্ষার্থীরা।
মালায়া ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক ফারজানা নাহিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের দিনটি সারা বিশ্বে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। সত্যি বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়রা জামান চৌধুরী, শামীমা নাসরিন, আবু হানিফা নোমান, আসলাম মিয়া, সারাহ সালাউদ্দিন, মোহাম্মদ সোহেল রানা, সায়েমা সুলতানা।