মালয়েশিয়া দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে জালান পাহান ওইসমা হিরিস কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।
কোরআন তিলাওয়াত, স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি সমবেদনা ও দোয়ার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন লেবার কনস্যুলার সায়েদুল ইসলাম মুকুল, রাজনৈতিক সচিব রইচ হাসান সরোয়ার, প্রথম সচিব এস কে শাহীন, শাহানা ইসলাম, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সেক্রেটারি মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন ও ফরিদ আহমদ।
এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৮ মার্চ মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল রেনেসাঁয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানের আয়োজন করা হবে।