মক্কায় বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন

সৌদি আরবের মক্কা নগরীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত শনিবার রাতে নগরীর সরাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির সভাপতি আহমদ আলী মুকিব।মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি জহির আহমদ, আবদুস শুক্কুর, সফিউল কাদের, দেলোয়ার, মহিউদ্দিন চৌধুরী, জুনায়েদুর রহমান, আবুল কাসেম প্রমুখ।
কোরআন তিলাওয়াতের পর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মইনুল ইসলাম লিঠু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু তাহের, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমান উল্লাহ আমান, মৌলানা ফরিদ, নুরুল ইসলাম ও নুরুল হক।
আলোচনা সভায় মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির বিভিন্ন শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।