মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন। এ সময় সংগঠনের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
গত রোববার কুয়ালালামপুরের রেস্টুরেন্ট মেঘনা পার্কে ইফতারের আয়োজন করে সংগঠনটি।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আকতার মিয়া। সংগঠনের যুগ্ম সম্পাদক সাদেক হোসেন তপাদার ও দপ্তর সম্পাদক কামাল আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ফয়েজ আহমেদ ও হোসাইন আহমেদ বুলবুল, প্রচার সম্পাদক এবাদুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রাজু আহমেদ, কাওসার হোসেন ও আব্দুল মুহিত, আলমগীর প্রমুখ।
ইফতারের আগে দোয়া মাহফিলে দেশ ও জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।