মালয়েশিয়ায় গোপালগঞ্জ সমিতির ইফতার মাহফিল

দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। গত রোববার কুয়ালালামপুরের তিতিওয়াংসায় রেস্টুরেন্ট জান্নাতে এই ইফতারের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী টিনু। মোহাম্মদ আলামিন ডলার ও মোহাম্মদ তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ হেদায়েতুল মণ্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান চৌধুরী মিতুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজুর রহমান ডাব্লিউ, ফেরদাউস ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ মুকবুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলসহ আরো অনেকে।
পরে মালায়শিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. হাবিবুর রহমানের মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।