মালয়েশিয়ায় এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের অন্যতম টিভি চ্যানেল এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মালয়েশিয়ায়। এ উপলক্ষে গতকাল সোমবার কুয়ালালামপুরের বুকিতবিনতাংয়ে একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিণত হয় ওই দেশে বসবাসকারীদের মিলনমেলায়। অনুষ্ঠান আলোকিত করে রাখেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিক।
এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান সাংবাদিক, প্রকৌশলী, অধ্যাপক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া মাহসা ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার, দাতু সেরি জ্যাম বিন আব্দুল কাদের, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস রহমান পারভেজ, মোহাম্মদ ওবায়দুল হক লিমন, বাংলা টিভির মালয়েশিয়া-সিঙ্গাপুর প্রতিনিধি এ টি এম গোলাম রাব্বানী রাজা, এসএ টিভি প্রতিনিধি বশির আহমেদ ফারুক, যমুনা টিভি প্রতিনিধি আহমাদুল কবির, আরটিভি প্রতিনিধি মোস্তফা এমরান রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, একাত্তর টিভির প্রতিনিধি সামসুজ্জামান নাঈম, বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ মাজহারুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন , বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রফিক আহমেদ খান, প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক কাজী আশরাফুল, সংবাদদাতা মোহাম্মদ আলাউদ্দিন, রং টিভি প্রতিনিধি মোসাম্মৎ অরবিনা এমরান, উজাড় টিভির সংবাদ পরিবেশক সোহান।
এনটিভি সম্পর্কে মালয়েশিয়া মাহসা ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘এনটিভি একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন। যারা সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে। আমি আশা করি এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে।’
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস রহমান পারভেজ বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতা নন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই জনপ্রিয় চ্যানেলটি আরো এগিয়ে যাবে সামনের দিকে—এই আশাবাদ ব্যক্ত করি।’
দাতু জ্যাম বিন আবদুল কাদের বলেন, ‘এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৫তম বর্ষে পদার্পণে এনটিভির সব সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’