অস্ট্রেলিয়ায় ‘আমরা বাংলাদেশি’ মিলনমেলার সংবাদসম্মেলন

বাংলাদেশের সীমানা আর আগের মতো নেই, আবেগ, আনন্দ আর ভালোবাসার সব অনুভূতি এখন ছাড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। লাল-সবুজের পতাকা আর জাতীয় সংগীতের মিষ্টি মধুর সুর শোনা যাচ্ছে অপেরার তীর আর ডাংলিং হাববারের নগরী অস্ট্রেলিয়ার সিডনিতে। বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সমাজ সংস্কৃতি নিয়ে তৃতীয়বারের মতো বিখ্যাত এ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমরা বাংলাদেশি’ মেলা।
সিডনির অপেরার পাড়ের এলাকা ওলায়পার্ক গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই বাংলাদেশি মেলা। মহান বিজয় দিবসকে উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা। আর এ মিলনমেলার আয়োজনের নানা খুঁটিনাটি বিষয় নিয়েই সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ছিল আজ।
‘আমরা বাংলাদেশি’ সংগঠন সিডনির একটি স্থানীয় হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ব্যতিক্রমী এই সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিধি নিয়ে কথা বলেছেন আয়োজকরা। আর মেলার বিষয়ে জানিয়েছেন খুঁটিনাটি। সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অস্ট্রেলিয়ার চার্লসস্ট্রাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আবদুল্লাহ।
নতুন প্রজন্মের বাংলাদেশিদের বিশেষ করে অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন শিবলী আবদুল্লাহ। তিনি আরো বলেন, গত দুই বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরে সিটি অব কেন্টাবুরির সহযোগিতায় এই মেলায় অংশ গ্রহণ করেন সিডনি ছাড়া বিভিন্ন স্টেটের বাংলাভাষী প্রবাসীরা। শিবলি ঘোষণা দেন, এবারের মেলায় মিডিয়া পার্টনার থাকবে এনটিভি অস্ট্রেলিয়া।
‘সম্পূর্ণ বাণিজ্যিক ও মুনাফা ছাড়াই এই ধরনের মেলা কত দিন থাকবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিবলী বলেন, সারা পৃথীবিতে আমরা এক নজির সৃষ্টি করব যেখানে থাকবে না কোনো পার্থক্য। এটা সব বাংলাদেশির প্লাটফর্ম। তিনি বলেন, ‘আমরাই হচ্ছি এক মাত্র সংগঠন যা ডিপার্টমেন্ট অব ফেয়ার ট্রেডিংয়ে অনুমোদিত এবং যেখানে কোনো কমিটির সভাপতি কিংবা সেক্রেটারি থাকবে না। আমরা সবাই এক এক জন অংশীদার। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের দল-মত নির্বেশেষে সবাই এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন তোহা মোহাম্মদ, রাশেদ হোসেন, ইমন হোসেন প্রমুখ। আর সাংবাদিকদের মধ্যে ছিলেন, বাংলা বার্তা প্রধান সম্পাদক আসলাম মোল্লা, এনটিভি প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ, বিদেশ বাংলার প্রধান সম্পাদক আবদুল মতিন, এনটিভি হেড অব করপোরেট সায়মন সারোয়ার, আপডেট বিডি নিউজের সহকারী সম্পাদক আছিফুল রিসাব, যমুনা টিভির অস্ট্রেলিয়ার সাংবাদিক হাসান তারেক, ভোরের কাগজের সিডনি প্রতিনিধি সোমা , বিদেশ বাংলা টিভির পরিচালক রহমত উল্লাহ, মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম, নবধারা সম্পাদক আবুল কালাম আজাদ এবং সুপ্রভাত সিডনির প্রতিনিধি।