ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় মাসব্যাপী কর্মসূচি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মালয়েশিয়া ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তানের মেঘনা পার্ক রেস্টুরেন্টে মালয়েশিয়া ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ। মালয়েশিয়া ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রাহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। আসন্ন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে সফল করা যায়, তা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার অঙ্গীকার ব্যক্ত মালয়েশিয়া ছাত্রলীগের নেতারা।
সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি মালায়ার আহ্বায়ক আরমান, সেগি কলেজের আহ্বায়ক রাফি, এফটিএমসের অহ্বায়ক মিথুন, বুকিত বিন্তাংয়ের আহ্বায়ক শাহিন চৌধুরী প্রমুখ।
সভায় দলের প্রত্যেক নেতা-কর্মীকে তাঁদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সবার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান নেতারা।