সৌদি আরবের আলরাফাহ অঞ্চলে যুবলীগের সম্মেলন
সৌদি আরবের আলরাফাহ অঞ্চলে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ছে। আলরাফাহ একটি কমউনিটি সেন্টারে সম্প্রতি এশার নামাজের পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলরাফাহ যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলরাফাহ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি মো. জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যুবলীগ মেধা, মনন ও জ্ঞানভিত্তিক শিক্ষিত যুবকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। দেশ, জাতি আর আওয়ামী লীগ নিয়ে দেশে-প্রবাসে ষড়যন্ত্র চলছে। মুজিব আদর্শের সৈনিকদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। সেই সঙ্গে মহাজোট সরকারের উন্নয়ন, অগ্রগতির তথ্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।
জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সংগঠনের সহসভাপতি জয়নাল আবেদিন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আজিম, মামুনুর রশিদ, শহিদ, হানিফ, রাকিব, শরিফ, জুয়েল, এরশাদ আলীসহ আরো অনেকে।
সম্মেলনে টেলিকনফারেন্সে বক্তব্য দেন মদিনা যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাদানি। সম্মেলনে স্থানীয় যুবলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল।