গণমাধ্যমকে প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে

মালয়েশিয়া সফররত বাংলাদেশি চার সাংবাদিককে ফুলেল সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)।
গত রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।
সংবর্ধিতরা হলেন দৈনিক নয়া দিগন্তের মঈন উদ্দিন খান, কালের কণ্ঠের শফিক শাফি, যায়যায়দিনের হাসান মোল্লা ও আমাদের সময়ের হাসান শিপলু।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি এস এম রহমান পারভেজ বলেন, প্রবাসে হাজারো সমসায় জর্জরিত বাংলাদেশি শ্রমিকরা। তাঁদের সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশ করে তা নিরসনের জন্য গণমাধ্যমকর্মীদের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার জ্যেষ্ঠ সহসভাপতি আহমাদুল কবির, সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, প্রচার সম্পাদক মোস্তাক রয়েল শান্ত, কোষাধ্যক্ষ রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক শামছুজ্জামান নাঈম, সহ-দপ্তর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, সদস্য হাসানুল বান্না, শেখ আরিফুজ্জামান, মো. শওকত হোসেন জনি প্রমুখ।