বিএসইউএমের কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিন্তানের স্টার কাবাবে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মালয়েশিয়ার পড়তে আগ্রহী বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য প্রদান ও সর্বাত্মক সহযোগিতা করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতদের পাশে দাঁড়ানো, সব বিশ্ববিদ্যালয়ে বিএসইউএমের কমিটি গঠন করা ও আগামী ১১ জুন ইফতার মাহফিল আয়োজন করা।
বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার সভাপতি মহিউদ্দীন মাহির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় বৈঠকে মতামত ব্যক্ত করেন সহসভাপতি মো. এনামুল হক, মো. আবদুল বাশির, এম.এম. মোবাশ্বির, সৈয়দ মিনহাজুর রহমান, মো. জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মো. মাহিত, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শাহপরান, শিক্ষা ও প্রচার সম্পাদক মো. শাহিন হোসাইন, মিডিয়া ও প্রেস সম্পাদক কায়সার হামিদ হান্নান।
এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মো. ইশরাক, সৈয়দ আজামুল হক রিংকু, মো. কামরুজ্জামান, খালিদ মুহাম্মাদ মুজাহিদ, রাকিবুল হক ভূঁইয়া, মো. শারিফুল ইসলাম, এ এম ইয়েনাত আরিয়া, শারাফাত উল্লাহ, রেদওয়ান আহমেদ নাহিয়ান, মো. ইব্রাহিম, মো. সাদেকুর রহমান, আহসানুল হক জনি, মো. রেজাউল করিম, সেলিম উদ্দিন বাবর, আশিক প্রমুখ।