মালয়েশিয়ার জহুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে জহুর প্রদেশ বিএনপি। গত সোমবার সন্ধায় জহুর বারু বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়।
জোহর প্রদেশ বিএনপি সভাপতি এম জে আলম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির নেতারা বলেন, জিয়াউর রহমান এশিয়ার মডেল ছিলেন। তরুণ বয়সেই তিনি যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। পালন করেছেন অত্যন্ত সুশৃঙ্খল জীবন। জিয়াউর রহমান একটি সুশৃঙ্খল বাহিনীর কর্মকর্তা হয়েও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার পক্ষে বিদ্রোহ ঘোষণা করেছেন। বক্তারা আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথম সুযোগেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
আলোচনায় উপস্থিত ছিলেন জহুর প্রদেশ বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এম এ মান্নান। আরো উপস্তিত ছিলেন, জহুর প্রদেশের সব আঞ্চলিক শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মীরা।
পরে সুরা ইয়াসিন পাঠ সহ দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ জিয়া পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।