মালয়েশিয়ায় রসনা বিলাসে ১০ শতাংশ ছাড়

মালয়েশিয়ার বাংলাদেশি রেস্টুরেন্ট রসনা বিলাসের তিন বছর পূর্তি উপলক্ষে কেনাকাটার ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধার এস এম রহমান এ কথা জানিয়েছেন।
বর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে রসনা বিলাস রেস্টুরেন্টে এক দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কোতারায়া বাংলা মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন।
দোয়া অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসকারী ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ে বেশ খ্যাতি কুড়িয়েছে রসনা বিলাস।
রসনা বিলাসের স্বত্বাধিকারী এস এম রহমান পারভেজ বলেন, মালয়েশিয়ায় একমাত্র অভিজাত বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে রসনা বিলাস তিন বছর ধরে দেশি-বিদেশি অগণতি গ্রাহককে সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে। রসনা বিলাসকে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে পছন্দ করে। সবাই এখানে আড্ডা দিতে আসে।