স্পেনে ডিজিটাল পাসপোর্ট

বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পাসপোর্ট যাত্রা শুরু করেছে স্পেনের মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত ৩০ মার্চ স্পেনের বাংলাদেশ দূতাবাসে এম আর সি পাসপোর্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞার কথাও উল্লেখ করেন। কোনো অপশক্তি, জ্বালাও, পোড়াও ও নাশকতা করে এই অগ্রযাত্রা রোধ করা যাবে না বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান থেকে জানানো হয়, আগামী নভেম্বরের মধ্যেই সকল বাংলাদেশিকে ডিজিটাল পাসপোর্টের আওতায় নিয়ে আসা হবে।
দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিজি পাসপোর্ট এন এম জিয়াউল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন। এ সময় উপস্থিত ছিলেন শাকিল খান পান্না, রিজভি আলম, আবদুর রহমান, আবদুল কাদির প্রমুখ।