প্রবাসীর চিঠি
স্পেনে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখী উদযাপন করেছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। গত ১৪ এপ্রিল এ অনুষ্ঠানে সমাগম ঘটে বহু প্রবাসী বাংলাদেশির। প্রবাসে নির্ধারিত দিনে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয় না, এ কারণেই ছুটির দিনগুলোতে বর্ষবরণের এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বৈশাখী গানে নববর্ষের উৎসবে মেতে ওঠেন সবাই।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাখাওয়াত হোসেন অংশগ্রহণকারী সকল প্রবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নববর্ষে বৈশাখী উৎসব আমাদের প্রাণের মেলা। সবাই মিলে আমরা এক অভিন্ন আনন্দে কাটাতে পারি এ দিনকে।’
রঙিন সাজে লাল শাড়ি আর সাদা পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির চিত্র ফুটে উঠেছিল সবার পোশাকে। এরই মাঝে চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, নাড়ু, মুড়ি, খৈ আর মিষ্টান্ন খাওয়ার ধুম। তারই ফাঁকে গান শোনান কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শাফিউল্লাহ। বেহালার সুরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন মামুন।
এ সময় উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, এ কে এম জহিরুল ইসলাম, শওকত আহমেদ, তারিক আহমেদ, তাপস দেবনাথ, আবুল হোসেনসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যরা।
ফাল্গুনিতে বর্ষবরণ উদযাপন
মাদ্রিদের ফাল্গুনিতে বর্ষবরণ উপলক্ষে গত ১৩ ও ১৪এপ্রিল দুই দিনব্যাপী আয়োজন করা হয় বৈশাখী অনুষ্ঠানের। উৎসবের অন্যতম আকর্ষণ ইলিশ ভাজা আর রকমারি ভর্তার সমারোহ সবার প্রশংসা কুঁড়িয়েছে। বর্ণিল সাজে পুরো রেস্তোরাঁ ছিল কাগজের ফুল, পাখি আর প্রকৃতির আল্পনায় ভরা।
এ আয়োজন সম্পর্কে ফাল্গুনির পরিচালক লুৎফুর নাহার বলেন, ‘প্রবাসে আমাদের সীমিত সুযোগের মধ্যেই আমরা আনন্দ ভাগ করে নিই। আগামীতে বড় পরিসরে এ রকম দেশের সংস্কৃতি, দূর প্রবাসে নতুন প্রজন্ম ছাড়াও, বিদেশিদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে। অনুষ্ঠানে অংশ নেন আল আমিন, মিল্টন ভুইয়া কচি, সৈয়দ নাসিম, বিল্কিস শ্যামল, আফরোজা রহমান, কেয়া খান, রুমানা তানজিনা, বকুল খান, আবু জাফর মো. রাসেলসহ বিপুল প্রবাসী।