তারেক রহমানের রায়ের বিরুদ্ধে ক্যানবেরায় বিএনপির প্রতিবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্টের রায়ের প্রতিবাদে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ফেডারেল পার্লামেন্ট হাউসের সামনে সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় সময় গতকাল সোমবার সকালে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারেক রহমানের সাজা প্রত্যাহার এবং বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকারের দাবি জানানো হয়। সভা শেষে তারেক রহমানের সাজা প্রত্যাহার এবং দেশের গুম-খুনের প্রতিবাদে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি দেয় অস্ট্রেলিয়া বিএনপি। বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক সচিব ওয়াহিদা হাসান হাইকমিশনের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন।
সিডনির স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার মধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সভার নেতৃত্ব দেন বিএনপি অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি আবদুল ওহাব বকুল। সাপ্তাহিক প্রথম কর্মদিবস সোমবার থাকায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা। এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সম্প্রতি অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন শহর ও উপশহরে ছিল বিশেষ প্রচারণা। দলীয় কর্মীদের সক্রিয় ও প্রাণবন্ত রাখার জন্য বিএনপি অস্ট্রেলিয়ার বিশেষ প্রকাশনাও ছিল।
প্রতিবাদ সভায় সিডনির বিভিন্ন প্রদেশের বিএনপির নেতাকর্মী ছাড়াও মেলবোর্ন ও ক্যানবেরার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার দাঙ্গা দমন পুলিশের বেষ্টনীর মধ্যেই প্রতিবাদ সমাবেশে অংশ নেয় কমিউনিটির বিভিন্ন মহলের ব্যক্তিরা।
সাবেক সভাপতি মনিরুল হক জর্জ এনটিভি অনলাইকে বলেন, তারেক রহমানের নামে সম্প্রতিক দণ্ড দেওয়ার প্রতিবাদে বিভিন্ন কমিউনিটি সংগঠন এ আয়োজনে সহযোগিতা করেছে।
মনিরুল হক জর্জ আরো বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে দল-মত নির্বিশেষ কমিউনিটির সব মহল থেকে প্রবাসীরা জেগে উঠেছেন।
বর্তমান সাধারণ সম্পাদক ফেরদৌস অমির সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেত্রী মুন্নি চৌধুরী মেধা, সাবেক নেত্রী মিতা কাদেরী, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক শফিক, যুবদলের সভাপতি আবুল হাছান, সেক্রেটারি আবদুল মতিন উজ্জ্বল, মেলবোর্ন বিএনপির সভাপতি মনি, আহসানুল হক ইসমাইল, সেলিম লকিয়াত, সাংবাদিক মোহাম্মদ রেজাউল হক প্রমুখ।