মেলবোর্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গত রোববার (১৯ জানুয়ারি) বিএনপির মেলবোর্ন শাখার উদ্যোগে স্থানীয় উইন্ডহ্যাম পার্কে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভব, বহুদলীয় গণতন্ত্রের উন্মেষ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। সেই সঙ্গে প্রবাসে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে একজন অকুতোভয় সৈনিক, সফল রাষ্ট্রনায়ক ও ব্যক্তি জিয়ার সততার গৌরবময় ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলবোর্ন শাখার নেতা আরিফ খান মিলন, ওমর শরীফ শিহান, আশিক মালেক বিপুল, জহিরুল ইসলাম, আগা আরেফিন, তালাল আহমেদ ও মোরশেদুল ইসলাম আসিফ আলোচনা সভায় অংশ নেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শরীফ মাহামুদ।