ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ১৪ ও ১৫ আগস্ট ক্যানবেরার বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
গত ১৪ আগস্ট ক্যানবেরায় দূতাবাস ভবনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
হাইকমিশনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারে নিহত সদস্যদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়া হয়। এর পর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকাল নিয়ে বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়।
ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ক্যানবেরা সিডনি, মেলবোর্ন থেকে যাওয়া অনেক বাংলাদেশি অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর নেতৃত্ব, সাহস ও অনন্য ব্যক্তিত্বের কথা তুলে ধরেন আলোচকরা।
হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন তাঁর ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য তাঁর পুরো জীবনই উৎসর্গ করেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সংরক্ষিত শাসনামলে দেশ গড়ার কথা তুলে ধরেন হাইকমিশনার।
ক্যানবেরার হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে ১৫ আগস্টের অনুষ্ঠান শুরু হয়। ওই সময় হাইকমিশনারসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইকমিশনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারে নিহত সদস্যদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।