কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন ২০২৫’

আগামী ২১ ও ২২ আগস্ট ২০২৫, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন (আইইএস) ২০২৫’। রাজধানীর ‘ডাব্লিউ ফ্যাক্টরি অনুষ্ঠান ভবনে’ এই সম্মেলনের আয়োজন করছে ‘জেসিআই পেতালিং জায়া’ এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ‘ইয়ুথ হাব ফাউন্ডেশন’। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—“টেকসই বৈশ্বিক ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন”। এই প্রতিপাদ্য সামনে রেখে উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।
সামিট উপলক্ষে গত ৩ জুলাই কুয়ালালামপুরের ওয়ার্ক সহকর্মী ভবনে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আলী তারেক ও কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক মানি-এক্স-এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও কার্যনির্বাহী পরিচালক চু জুন কিয়ং, গালা নৈশভোজ স্থান ও খাবার সহযোগী ডাব্লিউ ফ্যাক্টরি ও রানিং ম্যান-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জোয়েল টান ওয়ে ইয়ং, প্রবেশপত্র সহযোগী টিকিটটু-ইউ-এর অনুষ্ঠান পরিচালক হেনরি চিয়া, পৃষ্ঠপোষক ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) মালয়েশিয়ার কৌশলগত অংশীদার ব্যবস্থাপক গেইল ট্যাং ওয়েন ইয়িং, ভেন্যু সহযোগী ওয়ার্ক সহকর্মী ভবনের বিপণন ব্যবস্থাপক ক্যামিলা, ছবি ও ভিডিও সহযোগী ক্লিক অফ শাওনের মো. শাওন আহমেদ ও নুরুজ্জামান প্রিন্স, ব্যানার ও পটভূমি সহযোগী কিউলিক সলিউশনের পরিচালক নিক টান এবং সংগঠন অংশীদার পিইউএমএম কুয়ালালামপুর ও সেলাঙ্গর রাজ্যের রাজ্য সমন্বয় কমিটির সচিব ক্যারেন চেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই পেতালিং জায়ার ২০২৫ সালের সভাপতি মিকাসা চং এবং সম্মেলনের প্রধান আয়োজক চেয়ারপারসন ইয়াপ মেই শিন।
সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা ও সামাজিক উদ্যোগের নেতৃত্বে থাকা ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। আয়োজকেরা জানান, এই সম্মেলনের লক্ষ্য শুধু মতবিনিময় নয়, বরং তরুণদের নেতৃত্বে একটি টেকসই ও অংশগ্রহণমূলক ভবিষ্যৎ গঠন।
তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।