মালয়েশিয়ায় ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারা মুক্তি দিবস উপলক্ষে ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়ার ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম। গত সোমবার সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার রাওয়াংয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
রাওয়াং ছুঙ্গাই দুয়া বিএনপি সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম- মালয়েশিয়ার সভাপতি এবং বিএনপি মালয়েশিয়ার প্রকাশনা বিষয়ক সম্পাদক এম ডি মামুন বিন আব্দুল মান্নান।
এম ডি মামুন বিন আব্দুল মান্নান বলেন, তৃণমূলের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠ যোগাযোগের কারণে সরকার তাঁকে ভয় পায়। সেই কারণে এক-এগার সরকারের ধারাবাহিকতায় একের পর এক মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এম আলম আশরাফুল, সাংগঠনিক সম্পাদক এ মেহেদি বিন মোস্তফাসহ অন্য নেতারা।
পরে দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন নেতাকর্মীরা।