শেখ হাসিনার জন্মদিনে কেক কাটলেন মালয়েশিয়ার নেতাকর্মীরা

দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার বিরতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা থেকেই প্রিয় নেতার জন্মদিন পালন উপলক্ষে বুকিত বিনতাংয়ে জড়ো হতে থাকেন স্থানীয় নেতাকর্মীরা। মধ্যরাতের নীরবতা ভেঙে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন তাঁরা। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা দুটি কেক কাটা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা জামিল হোসেন নাসির, তাঁতি লীগের নেতা গোলাম মোস্তফা, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, হাজি জাকারিয়া, জসীম উদ্দিন চৌধুরী, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, আবদুল করিম, কাইয়ুম সরকার, লিটন দেওয়ান আজিজ, আবুল হোসেন, এবাদত হোসেন, শাখাওয়াত হক জোসেফ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, শওকত হোসেন তিনু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, সাইদ সরকার, শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, জাকির হোসেন, কৃষক লীগের আহ্বায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার, মিনহাজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান চৌধুরী।