হান্নান শাহর মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল

বিএনপির সদ্যপ্রয়াত স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে দলটির মালয়েশিয়া শাখা।
মঙ্গলবার কুয়ালালামপুর কোতারায়া বাংলা মসজিদে বাদ মাগরিব মরহুমের গায়েবানা জানাজা শেষে দোয়া পাঠ করেন বাংলা মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, বিএনপির দুঃসময়ে যার প্রয়োজন ঠিক সেই মুহূর্তে তার চলে যাওয়া খুব কষ্টের। তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও জাতীয়তাবাদের সৈনিক। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মরহুমের আন্তা শান্তি পাবে।
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসাধারণ সম্পাদক এস এম নিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, যুবদলের মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনজু খাঁ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন সাগর, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান শান্ত, কোটারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এম ডি মামুন বিন আবদুল মান্নান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, সদস্য মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. রুহুল আমিন, সাইফুল্লাহ পলাশসহ অন্য নেতাকর্মী এবং মরহুমের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।