মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের ঈদ পুনর্মিলনী

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ৯ অক্টোবর কুয়ালালামপুরের হোটেল সলিলে এ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থিত জিয়া একাডেমির মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি দেশে বিদেশে এগিয়ে চলছে। দেশের ন্যায় মালয়েশিয়া ও এনটিভির ব্যাপক দর্শক রয়েছে। এনটিভির পথ চলায় দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনটিভি এক যুগ ধরে যেভাবে মানুষকে বস্তুনিষ্ঠ ও নির্মল আনন্দ দিয়ে গেছে আগামী দিনেও তা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে দেশের প্রথম অটোমেশন-ভিত্তিক যুগোপযোগী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি)।
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতু জাম বিন আবদুল কাদের বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর মালয়েশিয়া থাকি। এখন আমি মালয়েশিয়ান নাগরিক। তারপরও মাতৃভূমির প্রতি আলাদা একটা টান আছে। আমি ঠিকমতো বাংলা বলতে পারি না। এনটিভির খবরের মাধ্যমে দেশের খবরাখবর জানতে পারি। আর এনটিভির অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। এনটিভির দর্শক ফোরাম মালয়েশিয়ার একজন উপদেষ্টা হতে পেরে খুব ভালো লাগছে। এনটিভির মাধ্যমে দেশীয় সংস্কৃতি বিদেশে ছড়িয়ে পড়ুক- এই কামনা করি।’
মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মাহবুব আলম শাহ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এনটিভি একঝাঁক তরুণ নিয়ে দেশে ও দেশের বাইরে কোটি দর্শকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান তুলে ধরছে। আদর্শ, নীতি, সর্বোচ্চ পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে এখানে প্রচার করা হয় সংবাদ ও অনুষ্ঠান। দেশজ সংস্কৃতিকে উপস্থাপনে প্রত্যয়ী এনটিভি। এ ছাড়া নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এনটিভির অন্যতম বৈশিষ্ট্য। আমি এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার সাফল্য কামনা করছি।’
ফটোসাংবাদিক ড. শহিদুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্ম, আগামীর পৃথিবীর জন্য একটি বস্তুনিষ্ঠ, উন্নয়নকামী গণমাধ্যম গড়ে তুলছে এনটিভি। নীতির প্রশ্নে সব সময়ই আপসহীন এই গণমাধ্যমটি। সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপন ও বস্তুনিষ্ঠ বিনোদন দেওয়াই চ্যানেলটির লক্ষ্য। সময়, ইতিহাসকে সাক্ষী করে এগিয়ে যেতে চায় এনটিভি। তাই এনটিভি দেশ ও জনগণের টেলিভিশন।’
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ বলেন, ‘এনটিভি আপনার টেলিভিশন। আপনার সহযোগিতা, মতামত নিয়ে এনটিভি এগিয়ে যেতে চায় বহুদূর।’
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার সভাপতি ও মালায়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও দেশীয় সংস্কৃতির গুণগত মান বজায় রেখে অনুষ্ঠান সম্প্রচার করে বলেই এনটিভি দেশে-বিদেশে বাংলাদেশিদের অতি প্রিয়। প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি দর্শকদের মন জয় করে চলেছে এই চ্যানেল।
সব সময় এনটিভির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মাহফুজুর রহমান বলেন, ‘ভবিষ্যতে আরো ভালো অনুষ্ঠান প্রচার ও গুণগত মান বজায় রেখে এনটিভি দর্শকদের মনে আরো দৃঢ়ভাবে নিজেদের অবস্থান বজায় রাখবে বলে আশা প্রকাশ করি।’
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ্জেম নিপু জানান, এনটিভি বস্তুনিষ্ঠ ও ভালো মানের সংবাদ পরিবেশন করে দর্শকপ্রিয়তা এবং আস্থা অর্জন করেছে, সেই সঙ্গে মানসম্মত অনুষ্ঠান প্রচার করে জনমনে স্থান করে নিয়েছে। এনটিভি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম সরকার জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এনটিভি খুব জনপ্রিয়। প্রবাসে যখন শ্রমিকরা সারা দিন পরিশ্রম করেন, তখন এনটিভির সুন্দর অনুষ্ঠান দেখে দেশে না থাকার দুঃখ কষ্ট ভুলে যান। দেশের মতো প্রবাসেও এনটিভির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।