মালয়েশিয়ায় বিএনপি নেতা লুৎফর রহমানকে সংবর্ধনা

মালয়েশিয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত রোববার কুয়ালালামপুরের আমপাংয়ের হোটেলে পাল ইনে মালয়েশিয়ায় বসবাসকারী টাঙ্গাইলের নাগরিকরা তাঁকে এ সংবর্ধনা দেন।
মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লুৎফর রহমান খান আজাদ। তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো নেই, নিরাপদে নেই। সে তুলনায় প্রবাসে আপনারা ভালো আছেন। দেশের মানুষকে আপনারা বন্দিদশা থেকে মুক্ত করেন। আপনারা প্রবাসে টাঙ্গাইলের ভাবমূর্তি ধরে রাখবেন—এ প্রত্যাশা আপনাদের কাছে। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি আবদুর রউফ লিটন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক সুলতান সালাউদ্দিন টিটু, যুবদলের সহসভাপতি মনজু খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাগর, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ দেওয়ান আবদুল হাকিম, যুবদল নেতা বাদল, শাহীন হাওলাদার, সেলায়াং যুবদল নেতা আবদুল লতিফ।
অনুষ্ঠান শেষে মালয়েশিয়ায় টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লুৎফর রহমান খান আজাদকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।