সিডনিতে বৃষ্টি উপেক্ষা করে বিজয় উৎসব

সিডনির আকাশ ছিল কিছুটা মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিন আজ রোববার বৃষ্টি উপেক্ষা করেই আনন্দে জমে উঠে প্রশান্ত মহাসারের তীর।
কিসের মেঘ আর কিসের বৃষ্টি। লেকেম্বা স্ট্রিট থেকে ওয়ালিপার্ক এই যেন আরেক টুকরো বাংলাদেশ। শিশু থেকে কিশের বাদ যায়নি বিভিন্ন রাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা। ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আয়োজনে টানা চতুর্থ বারের মতো আয়োজন করে যাচ্ছে বিজয়ের উৎসব বাংলা মেলা। এ আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।
ওয়ালি পার্ক গ্রাউন্ডের পূর্ব থেকে উত্তর হয়ে সোজা কিং র্জজ রোডের পাশ লাগিয়ে ছিল বাংলাদেশি বিভিন্ন রকমের খাবার। আর দক্ষিণ পাশে ছিল মূল মঞ্চ। তার পাশে নাগর দোলা ও চিত্রাংকন প্রতিযোগিতা। বিজয়ের গান, কবিতা আর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পুরো মঞ্চ মাতিয়ে রাখে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা।
অস্ট্রেলিয়ার সাবেক অভিবাসন মন্ত্রী ও কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্য টনি বার্ক বলেন, ‘প্রতি বছর এই দিনটির জন্য আমি অপেক্ষা করি । সামনে বড় দিনে ব্যস্ততা থাকার পরও আমি সময় বের করে এসেছি বাংলাদেশের এই বিজয়ের মিছিলে শামিল হতে।’
মেলার আয়োজক ও চার্লস স্টুর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আবদুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘এই মেলায় সব বাংলাদেশি অস্ট্রেলিয়ান এসে আমাদের স্বাধীনতার গল্প শুনেছে। নতুন প্রজন্মের অস্ট্রেলিয়ান বাংলাদেশি ছাত্রছাত্রীরা স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে আজকে গান করে, কবিতা আবৃত্তি করে—এটাই আমরা বাংলাদেশি সংগঠনের স্বার্থকতা।’
এনটিভি অস্ট্রেলিয়ার এক শীর্ষ কর্মকর্তা শুভেচ্ছা বক্তব্যে কমিউনিটির সব বাংলাদেশিকে ধন্যবাদ জানান। আগামী দিনে এ ধরনের মেলার সঙ্গে এনটিভি অনলাইন সব সময় থাকবে বলে সহযোগিতা কামনা করেন তিনি। এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মাসুদ খলির, রাশেদ খান, জামিল হোসেন, তোহা মোহাম্মদ ও গোলাম মোস্তফা।