রেকিট বেনকিজারের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) ২০২৩ সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ৫৫ টাকা। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সদ্য ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪৭ টাকা ৪১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২৭১ টাকা ৬৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৭৬ টাকা ৮০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ৬৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে হবে আগামী ২৮ মে, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।