বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর দুই হাজার ৬২৫ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
সভাশেষে এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, বেক্সিমকো অরূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড ছেড়ে দুই হাজার ৬২৫ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ড বিক্রি করা হবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির উচ্চ সম্পদশালীদের কাছে। বন্ডটির প্রতি লটের দাম ৫০ হাজার টাকা। বন্ডটির সুদহার বার্ষিক ১৫ শতাংশ।
বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংকঋণ পরিশোধের পাশাপাশি গাজীপুরের শ্রীপুরে একটি আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে। গত ১০ মার্চ বেক্সিমকোর পরিচালনা পর্ষদের সভায় প্রথমবারের মতো জিরো কুপন বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির পর্ষদ সভার সিদ্ধান্তের এক মাসের মধ্যেই বিএসইসি এ বন্ডের অনুমোদন দেয়।