গেইনারের সেরাতে শার্প ইন্ডাস্ট্রিজ, মূলধন বেড়েছে ৯৭ কোটি টাকা
গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি দর বেড়েছে তিন টাকা ২০ পয়সা। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। আলোচিত এই সপ্তাহটিতে কোম্পানিটির মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ৯৭ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ২২ টাকা ১০ পয়সা। যা আগের সপ্তাহে ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে তিন টাকা ২০ পয়সা বা ১৬ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহটিতে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ৯৭ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৭৪৯ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ১০৯টি।
কোম্পানি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ দুই পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা। এর আগে ২০২৩-২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৯ পয়সা। ওই সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছিল নেগেটিভ দুই টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ১০ টাকা সাত পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় শার্প ইন্ডাস্ট্রিজ। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০৩ কোটি ৪৫ লাখ ২০ লাখ টাকা। রিজার্ভ রয়েছে দুই কোটি এক লাখ টাকা। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ দশমিক ৫৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ২৮ শতাংশ, বিদেশি দশমিক শূন্য এক শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।