৮৬ কোম্পানির শেয়ারের দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৪ মে)। শেয়ার বিক্রির বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৬ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত দিনে কমেছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। কয়েক মিনিটের পর সূচক পতনে চলে আসে। বেলা বাড়ার পর সেই পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ৮১ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ৩৪৩ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৯৬৮ কোটি দুই লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ চার হাজার ৪৯৮ কোটি ৬০ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৬১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। একদিনে ব্যবধানে বাজারে মূলধন কমেছে সাত হাজার ১২০ কোটি ৯৮ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৮৫ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৫ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৬ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৯১ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১টির ও কমেছে ৩৪৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৫টির।