উত্থানে ফিরেছে সূচক, মন্দায় লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১২ জুন)। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। লেনদেন শুরুর এক ঘণ্টা ২৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৫৬ পয়েন্ট। পরে বেলা বাড়ায় সূচক উত্থান বৃত্ত কমতে থাকে। দিনশেষে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেন কমে সাড়ে তিনশ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ৩২১ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৫০ কোটি ৭৯ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৩০ হাজার ৩৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৩০ হাজার ৬৭০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৩ দশমিক ১৯ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৭০ দশমিক শূন্য এক পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০০ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১২ দশমিক ১৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬১টির এবং কমেছে ১৬৮টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৬টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৬৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সমতা লেদারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।