ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ সোমবার

আগামীকাল সোমবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যে কারণে আগামীকাল পুঁজিবাজারে কোনো প্রকার লেনদেন হবে না।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, পুঁজিবাজারের সকল আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তাই ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকে। সেই হিসেবে আগামীকাল ব্যাংক হলিডে। তাই আগামীকাল পুঁজিবাজারে লেনদেন হবে না। লেনদেন বন্ধ থাকলেও আমাদের দাপ্তরিক কার্যক্রম চলবে।
উল্রেখ্য ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ হয় ৩০ জুন। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।
প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুইদিনকে ব্যাংক হলিডে ঘোষণা করে।