সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন
টানা দুই দিন সূচকের উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসেও সূচকে ঊর্ধ্বমুখী ধারা বজায় আছে ঢাকার পুঁজিবাজারে।
আজ বুধবার (২২ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে তিনটি সূচকই। এর পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত আছে ১০৮ কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সূচক কমেছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৬ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।